আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ভারতের মানুষও চায় না শেখ হাসিনা সেখানে থাকুক: শফিকুল আলম
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর- ওএইচসিএইচআরের প্রতিবেদনের পর প্রচণ্ড চাপ তৈরী হয়েছে। ভারতের মানুষও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য জানিয়ে শফিকুল আলম বলেন, আইসিটি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা হবে। সরকার কমিটি গঠন করে দুই মাসের মধ্যে পুরো তথ্য উম্মোচন করবে।
প্রধান উপদেষ্টার দুবাই সফর নিয়ে তিনি বলেন, সেখানে যাবার মূল লক্ষ্য ছিল ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও জানান প্রেস সচিব।
তিনি আরও বলেন, দেশটির সাথে সম্পর্ক উন্নত হলে বিনিয়োগ আসবে। দেশের সাংবাদিকতা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, এখন সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছে, তা স্বাধীনতার পর এতোদিনে হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো রিপোর্ট নামাতে বলা হয়নি। এসময় তিনি সব ধরণের রিপোর্ট করারও আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.