আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুয়েট ক্যাম্পাসের পকেটে গেইট থেকে এই সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার কিছু শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিচ্ছে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজ দুপুরে ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর বহিরাগতরা হামলা চালায়।
এদিকে বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাস অবস্থান করছে। এছাড়া ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে খুলনা উত্তর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান রাজিব বলেন, সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.