
রমজান উপলক্ষ্যে রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ২৮ ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকলস্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিলো সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান উপদেষ্টা।
ভ্রাম্যমাণ এসব বিক্রয়কেন্দ্র থেকে ২৫০ টাকায় বয়লার মুরগীর মাংস, ৮০ টাকা লিটার দুধ, ১১৪ টাকা ডজন ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রাজধানীর বাইরেও এ কার্যক্রম চলবে।
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, হাওরে ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে।