ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও প্রকাশিত হয়েছে। তেমনি আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হবে। ফলে ফ্যাসিবাদী শক্তি আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি তা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। তবে তাতে লাভ হবে না। কারণ আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে সব ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তরুণরা জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না। ঐক্যের শক্তিতে নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com