আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সংবাদ উপস্থাপক মোঃ হাসানুর রহমান
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
স্টাফ রিপোর্টার
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক মোঃ হাসানুর রহমান। শনিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাসানুরের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ'র সম্পাদক বিশিষ্ট কবি, সাংবাদিক হাসান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, গণসংহতি আন্দোলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, এবি ফ্যাশন মেকারের স্বত্ত্বাধিকারী সানাউল হক বাবুল সিআইপি, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও প্রখ্যাত কবি ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক মো. এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, ব্রাইট গ্রুপের চেয়ারম্যান লায়ন মাসুদ হাসান লিটন, নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যাপক হাসিনা বেগম ও ওমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।
১৯৯৫ সালে একঝাঁক তরুণ সাংবাদিকের সমন্বয়ে গঠিত টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে যে সকল প্রতিষ্ঠান অসামান্য অবদান রেখে চলেছে ট্র্যাব তাদের মধ্যে অন্যতম। এরই ধারাবাহিকতায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, সংগীত, টিভি নাটক, মঞ্চ নাটক, বিজ্ঞাপনচিত্র, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, ওয়েবফিল্ম, মিউজিক্যাল ফিল্ম, ডকুমেন্টারি ও নৃত্যসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের বিভিন্ন শাখা-প্রশাখার মাধ্যমে সমাজের বিভিন্ন পেশার ক্ষেত্রে মানবিকতা, ন্যায় পরায়ণতা এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এবারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রদান করা হয় আনোয়ারা বেগম, মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও মিশা সাগর।
মোঃ হাসানুর রহমান বর্তমানে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও টুডে ৮৯.৬ এফএম-এ সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেব দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংক পিএলসি-তে সরকারি সম্পর্ক বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে এনআরবি ব্যাংক, ইউএসএআইডি, এফবিসিসিআই, যমুনা টিভি, চ্যানেল ২৪, মাছরাঙা টিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কাজ করেছেন। ব্যাঙ্কিং, মিডিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে তাঁর ১৪ বছরের অভিজ্ঞতা রয়েছে, এই সময়ে তিনি এই ক্ষেত্রের মূল বিষয়গুলির ওপর পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করেছেন। তিনি এই পেশার বিশাল সম্ভাবনার প্রশংসা করেছেন এবং এর চলমান পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। এর আগেও বন্ধন অ্যাওয়ার্ডসহ জনসংযোগে অসামান্য অবদানের জন্য জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.