টেকনাফে নাফ নদী থেকে ট্রলারসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
কক্সবাজার টেকনাফে নাফ নদী থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার সাবরাং শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব জানান, সকালে নাফ নদীতে ট্রলারসহ চার জেলে নিয়ে মাছ ধরতে যান শাহপরীর দ্বীপের বাসিন্দা হাছান। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা একদল আরাকান আর্মি অস্ত্রের মুখে ট্রলারটিকে ঘিরে ফেলে।
পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। খবর পাওয়ার পর থেকে অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করেছে কোস্টগার্ড।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com