আজ
|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
শেখ হাসিনা পালিয়ে গিয়েও উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করছে: জামায়াত আমির
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
শেখ হাসিনা পালিয়ে গিয়েও উসকানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। এসব বক্তব্যের কারণে দেশে যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন। আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। প্রশাসন, বিচার ব্যবস্থাকে তারা পুরোদমে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, গত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিলো। আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিলো বলেও তিনি অভিযোগ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.