আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে জ্বালানি তেলের পাম্প বন্ধ ঘোষণা
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনা নোটিশে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সড়ক ও জনপথ বিভাগ জ্বালানি তেলের পাম্প উচ্ছেদ করায় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব তেল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এসময় বাঘাবাড়ি নৌ বন্দরের ডিপো থেকে সকল প্রকার জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির যৌথ বৈঠক করা হয়। বৈঠক শেষে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান এ ঘোষণা দেন।
এসময় রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওয়জুল হক ও সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান অভিযোগ করে বলেন, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই নিজেদের জায়গা দাবি করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি পেট্রল পাম্প পরিদর্শন করে তা অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে ইতিমধ্যে কয়েকটি পেট্রল পাম্প ভেঙে দিয়েছে।
আমরা ওই সব জায়গা সড়ক ও জনপথ বিভাগ থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করছি। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ওই সব জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জায়গা লিখে দেবে না বলে জানিয়েছে। বিষয়টি নিয়ে মতপার্থক্য দেখা দেয়।
সড়ক ও জনপথ বিভাগ বিষয়টির সমাধান না করে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। এ নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি দিতে হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.