আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্তের ওপর পাশ ভারতীর পুটিখালী থেকে তাকে আটক করে বিএসএফ।
আটককৃত যুবক একই উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সজিব (২০)। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম। তিনি বলেন, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি ৩/৪জন যুবক ফেনসিডিল আনার জন্য শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশিসহ ভারতীয় তিন যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.