প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি এবি পার্টির
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৫
প্রবাসীদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানিয়েছে এবি পার্টি। ডিজিটাল সেবার মাধ্যমে প্রবাসীদের যেকোনো সমস্যা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সমাধানেরও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে, বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদার দাবিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রবাসীদের সুবিধা নিশ্চিতে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়।
এ সময় বিভিন্ন দেশে কর্মরত অতি দক্ষ নাগরিকদের দেশে ফিরে আনারও আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। এক্ষেত্রে বিদ্যমান দ্বৈত নাগরিক সংক্রান্ত জটিলতা নিদর্শনেরও দাবি জানানো হয়। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানানো হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com