আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শ্রমিক নেতা আলী আজিমকে জামিন দেয়ায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৫
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন মঞ্জুর করেছে আদালত। এদিকে আলী আজিমকে জামিন দেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানান, ''আলী আজিমকে জামিন দেয়ায় আমরা সারাদেশে কর্মবিরতি প্রত্যাহার করছি। আমি সারাদেশের সকল ট্যাংকলরী শ্রমিক নেতৃবৃন্দ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শৃঙ্খলভাবে কর্মবিরতি পালন করায়।"
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।”
শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বলেন, “আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা কর্মবিরতি স্থগিত করেছি। এরপরেও যদি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেতা কর্মীদের হয়রানি করা হয় সেক্ষেত্রে আলোচনা করে প্রয়োজনে আমরা আবারও কর্মসূচি হাতে নেব।”
এর আগে, রবিবার (২৬ জানুয়ারি) থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ট্যাংকলরি শ্রমিকরা। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সোম ও মঙ্গলবার তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
জানা গেছে, কর্মবিরতিতে খুলনার খালিশপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়। তেল না পেয়ে ফিরে যেতে হয়েছিল চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.