পদ্মা মেঘনা ও যমুনা তেল ডিপোতে শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৫
স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন ট্যাংকলরি শ্রমিকরা। খুলনা নগরীর কাশিপুর এলাকার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুত কমে গেছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্ম বিরতি শুরু করেন শ্রমিকরা। সকালে নগরীর ফেরিঘাট মোড়ের মেসার্স কেসিসি পেট্রোলিয়ামে সরেজমিনে দেখা যায়, অকটেন শেষ হয়ে গেছে। পেট্রোল পাম্পের কর্মচারী ধীমান জানান, সকালে অকটেন শেষ হয়ে গেছে। অল্প কিছু পরিমাণ ডিজেল ও পেট্রোল রয়েছে। যা দুপুরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এদিকে নারায়ণগঞ্জ ট্যাংকলরী শ্রমিক নেতারা জানান, সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদ ও জামিনের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেয়া না হবে এতক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এদিকে আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকরা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬টি জেলায় পরিবহন বন্ধ করে দেয়।খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনাম মুন্সী সাংবাদিকদের বলেন, বিএনপির মিথ্যা মামলায় সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খালিশপুর থানায় গত ২১ আগস্ট দায়ের হওয়া মামলায় আলী আজিমকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com