গোপালগঞ্জে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৫
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের দুর্নীতির প্রমান পেয়েছে দুদক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোহরাব হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করছেন।
সোহরাব হোসেন বলেন, অভিযোগ সংশ্লিষ্ট কাজের সাইট পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির সত্যতা মিলেছে।
দুদকের ওই কর্মকর্তা জানান, নথি যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতসহ অনিয়মের প্রমাণ মেলে। এ বিষয়ে আইনগত পদক্ষেপের উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, ডুমুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান চালায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com