আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের দুর্নীতির প্রমান পেয়েছে দুদক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোহরাব হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করছেন।

সোহরাব হোসেন বলেন, অভিযোগ সংশ্লিষ্ট কাজের সাইট পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির সত্যতা মিলেছে।

দুদকের ওই কর্মকর্তা জানান, নথি যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতসহ অনিয়মের প্রমাণ মেলে। এ বিষয়ে আইনগত পদক্ষেপের উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ডুমুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান চালায়।

Exit mobile version