খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মিথ্যা মামলায় গ্রেফতার ও জামিন নামঞ্জুর করায় সারাদেশের সকল তেল ডিপোতে মঙ্গলবার অর্ধ দিবসের কর্মবিরতি কর্মসূচীর ঘোষনা করেছে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন।
২৭ জানুয়ারি সোমবার বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক নোটিশে এ জরুরি কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়।
এসময় জরুরি কর্মসূচীর নোটিশে উল্লেখ করা হয় ,২৬ জানুয়ারি খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রমিকরা তাৎক্ষনিকভাবে ট্যাংকলরী বন্ধ করে সড়ক অবরোধ করলে বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে একটি সমঝোতামূলক আলোচনায় আলী আজিমের জামিন নিশ্চিত ও মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু তারপরই আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা শ্রমিকদের উপর আকস্মিকভাবে হামলা করে। এতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মীর মোকসেদসহ অন্যান্য নেতৃবৃন্দ আহত হয়। একই সাথে আজ ২৭ জানুয়ারি আলী আজিমের জামিন আবেদন বাতিল করা হয়েছে । উক্ত নগ্ন হামলার নিন্দা ও আলী আজিমের মুক্তি ও তার মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি। খুলনা মালিক শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে তাদের আন্দোলনের সমর্থনে আগামীকাল সারা দেশের তেল ডিপো অর্ধ দিবস কর্মবিরতি ঘোষনা করছি।
তাই আগামীকাল মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত দেশের কোন তেলের ডিপো থেকে তেল পরিবহন করা থেকে শ্রমিকরা বিরত থাকবে। সে সাথে আগামীকালের মধ্যে উক্ত দাবী মেনে নেয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে। আমরা এ আন্দোলনে সকল মালিক-শ্রমিক সংগঠন ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য যে, গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমও একজন আসামি। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস শেখ বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় গতকাল আজিমকে গ্রেপ্তার করা হয়।