ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, জ্বালানি তেল সরবরাহ বন্ধ
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৫
খুলনা প্রতিনিধি
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন খুলনার ট্যাংকলরি শ্রমিকরা। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে। কর্মবিরতির কারণে পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন ডিপো থেকেই তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন জনদর্পণকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এ কর্মবিরতির ডাক দিয়েছেন। তিনি আরও জানান, বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেছেন। নগরের নতুন রাস্তার কাছে বিআইডিসি সড়কের কাশিপুর মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়কে এলোমেলোভাবে গাড়ি দেখে যান চলাচল বন্ধ করে দেন। এতে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না।
শ্রমিকনেতা জাকির হোসেন বলেন, ‘আমাদের সেক্রেটারি আলী আযিমের নামে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের মামলায় খালিশপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা সময় বেঁধে দিয়েছি বিকেল ৫টার মধ্যে যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা আরও বড় কর্মসূচি দেবো।’
জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জনদর্পণকে বলেন, ‘ওই শ্রমিক নেতা এজাহারনামীয় আসামি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com