কোস্টগার্ড পাগলা স্টেশনের অভিযানে ৪৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাত ১টা হতে সকাল ৮টা পর্যন্ত জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নোয়াখালী হতে ঢাকাগামী দু’টি ট্রাক তল্লাশি করে ওই অবৈধ জাটকা জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায় হয়নি।
পরবর্তীতে ট্রাক চালক এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
পরে জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com