আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে চাটমোহর উপজেলা সদরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। তিনি বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Exit mobile version