ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ৬
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৫
ঘনকুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাস, প্রাইভেটকারসহ ৭টি যানবাহন।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, টোলপ্লাজার ঢাকামুখী লেনে দাড়িয়ে থাকা একটি যানকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে প্রথম দুর্ঘটনা ঘটে। এছাড়া, বাস ও প্রাইভেটকার সংঘর্ষের দুটি ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, গতরাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ে। ফলে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছিল। দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com