আজ সোমবার, এপ্রিল ২১, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ডোনাল্ড ট্রাম্প যদি বেশ কিছু দেশের উপর আরো বেশি সংখ্যা আরোপ করে, তাহলে এটাই আমাদের দেশের জন্য একটু সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

সম্প্রতি এক টেলিভিশনে দেওয়া বক্তব্য এ কথা বলেন তিনি।

ক্ষমতায় আসার পরপরই একাধিক দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্ক বাড়ানো হলে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিকেএমইএর এই সভাপতি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তবে আমরা সেই সুযোগটা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত সেটা নিয়ে আমাদের মাঝে অনেক শঙ্কা আছে। বাংলাদেশের সুযোগটা বেশি আছে বিধায় সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের অনেক বেশি পরিকল্পিত পলিসি এডপ করতে হবে।

Exit mobile version