আজ
|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
স্কটিশদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৫
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসদের দেয়া ১২২ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।
মালয়েশিয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। এরপর জুয়াইরিয়া ২০ ও ফাহমিদা ১৪ রান করে ফিরলে দলীয় ৫০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে অধিনায়ক সুমাইয়ার ২৯ ও আফিয়ার ২১ রানে ভর করে ১২২ রানের পুঁজি পায় জুনিয়র টাইগ্রেসরা।
জবাবে ৪ ওভারে ১৯ রান তুলে ভালো শুরু পায় স্কটল্যান্ড। পঞ্চম ওভারে দু’জন আউট হলে জুটি গড়েন পিপা ও নিয়াম। তাদের ৫০ রানের জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশ মেয়েরা।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। এই জয়ে সুপার সিক্স পর্বের ১ নম্বর গ্রুপে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.