পটুয়াখালীর সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৫
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌরসভার টাকা আত্মসাতের অভিযোগে দুদক কর্মকর্তা মো. রাসেল রনি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত বাকি দুজন হলেন পৌরসভার সাবেক সচিব হেলাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক এসএম শাহিন।
মামলার বাদী জানান, পটুয়াখালী পৌরসভার বিভিন্ন খাতের ভ্যাট/ট্যাক্সের ৪৪ লক্ষ ৮৩ হাজার ৭২৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২০১১-১২, ১২-১৩ ও ১৩-১৪ অর্থবছরে পটুয়াখালী পৌরসভার ভ্যাট/ট্যাক্সের মোট ১৯ লক্ষ ৫২ হাজার ৬০৫ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ভ্যাট/ট্যাক্সের মোট ৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৩ টাকা, ২০১৫-১৬, ২০১৬-১৭
অর্থবছরে ভ্যাট/ট্যাক্সের মোট ১৮ লক্ষ ৮২ হাজার ১২৭ টাকা বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে উত্তোলনপূর্বক আত্মসাৎ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com