চট্টগ্রামে ছেলের ফলাফল জালিয়াতির ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাবার বিরুদ্ধে মামলা
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৫
ছেলের ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছেন। একই মামলায় সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান, নক্ষত্র দেব নাথ ও মুস্তফা কামরুল আখতারকেও আসামি করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ বলেন, নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেব নাথের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির বিষয়টি আমাদের তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়। শিক্ষা মন্ত্রণালয় গত বছরের ১৫ সেপ্টেম্বর এই জালিয়াতি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডকে নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ীই বোর্ড থেকে মামলাটি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণা পূর্বক জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব একটি মামলা করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com