
গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আটক সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে (সোহান মোল্লা) ২০২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ প্রসঙ্গে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনও ব্যক্তির ছাত্রদলে জায়গা হবে না। বিষয়টি জেনেছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’