আন্দোলনে গুলি: রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে মামুনুর রশিদ মামুন নামে নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার মামলায় রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কোভিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ।
মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতার কোভিদ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন নামের এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি। গত বছরের ১৩ নভেম্বর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুন বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, কোভিদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com