এসকে সুরের বাসায় দুদকের অভিযান, সাড়ে ৪ কোটি টাকার ডকুমেন্ট ও নগদ অর্থ জব্দ
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৫
দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় সুরের ধানমন্ডির বাসায় অভিযানটি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানে নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার জব্দ করেছে দুদক। পাশাপাশি ৪ কোটি ৪৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্টও পাওয়া যায়।
অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান জানান, এই অভিযানে টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি সঞ্চয়পত্রের কিছু ডকুমেন্ট জন্দ করা হয়েছে। সঞ্চয়পত্রগুলোর তথ্য অনুযায়ী বাকি অর্থেরও তদন্ত করা হবে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে এসকে সুরের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com