আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মাদক ব্যবসা না করায় যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৫
গোপালগঞ্জে মাদক ব্যবসা না করায় নাহিদ মিনা (২২) নামে এক যুবককে সারারাত পানিতে চুবিয়ে রাখা ও মারধরের অভিযোগ উঠেছে।
আহত ওই যুবকের বাড়ি সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামে। তার বাবার নাম চান মিয়া মিনা। সে চন্দ্রদিঘলিয়া এলাকায় হোটেল ব্যবসা করতো। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর উপজেলার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রে
পুলিশের কাছে রেখে যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নাহিদ জানায়, তাকে মাদক ব্যবসা করার জন্য পাশের গ্রাম গোপিনাথপুরের আমানত খান এবং ফুকরা গ্রামের আদম ও বাদশা বৃহস্পতিবার রাতে ধরে নিয়ে যায় এবং সারারাত তার ওপর নানাভাবে নির্যাতন চালায়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আবতাব জিলানী জানান, যুবকটিকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চালাচ্ছে বলে তার বাবা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.