আজ
|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে: নুরুল হক নুর
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে। এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় সরকারের বিতর্কিত সব নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন। তাদেরকেকে অপসারণ করা হয়েছে। এখন আর স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই। যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির। এজন্য দ্রুত স্থানীয় নির্বাচনের আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি আর বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জন আক্ঙাখার বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে।
এ সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.