আজ
|| ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
ঝিনাইদহে দাফনের ৫ মাস পর আওয়ামী লীগ নেতাসহ দুইজনের মরদেহ উত্তোলন
প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৫
ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং তার গাড়িচালক আক্তার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে আদালতের নির্দেশে সদর উপজেলার আড়ুয়াকান্দি ও ভুপতিপুর গ্রামের কবরস্থান থেকে তাদের মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহ উত্তোলনের সময় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের বাসা ঘেরাও করে। এরপর বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এতে হীরন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়াও তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
পরে নিহতদের পরিবার অজ্ঞাত দুইশত থেকে তিনশত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর অভিযোগটি আমলে নিয়ে ঝিনাইদহ সদর থানাকে এজাহার গ্রহণের আদেশ দেন আদালত। এই মামলার তদন্তের জন্য আদালত মরদেহ উত্তোলনের আদেশ দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.