আজ
|| ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
সর্বদলীয় বৈঠক: আড়াই ঘণ্টা আগে সিপিবিকে নামবিহীন খুদে বার্তায় আমন্ত্রণ
প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাতে যোগ দেয়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলটি কেন যোগ দেয়নি এ নিয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, আজ ১৬ জানুয়ারি ২০২৫, দুপুর ১টা ২৯ মিনিটে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এর ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে, আগামীকাল বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সাথে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি, বৈঠকটি আগামীকাল নয়, আজ ১৬ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হচ্ছে।
সিপিবি তাদের বিজ্ঞপ্তিতে আরও জানায়, সার্বিক বিবেচনায় খুদেবার্তায় আমরা আমন্ত্রণকারীকে জানিয়েছি, উল্লেখিত বিষয়ে পার্টিতে, আমাদের জোট বাম জোটে, এছাড়া স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল-সংগঠন-ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে এত অল্প সময়ে গুরুত্বপূর্ণ এসব কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয়।
এদিকে, আজ বিকেল ৪টার পর শুরু হয়েছে সর্বদলীয় এ বৈঠক। তাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
বৈঠকে অংশ নিতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দল বিএনপি তাদের একজন প্রতিনিধি পাঠিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ যোগ দিয়েছেন। দলটি এতে অংশ নেবে কি না, এ নিয়ে অনিশ্চিয়তা ছিল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বলেছিলেন, বৈঠকে বিএনপি যাবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে অংশ নিলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমদ মতামত দেবে না। বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন সালাহউদ্দিন আহমদ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি বৈঠক যোগ দিয়েছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বৈঠকে যোগ দিয়েছেন।
বৈঠকে যোগ দেয়ার আগে জোনায়েদ সাকি আজ দুপুরে ব্রিফিংয়ে বলেন, বৈঠকে ঘোষণাপত্র নিয়ে আলোচনায় অংশ নেবে না গণতন্ত্র মঞ্চ, বরং এতে যোগ দিয়ে যে প্রক্রিয়ায় বৈঠক ডাকা হয়েছে সেটি তুলে ধরবে জোটের প্রতিনিধি।
এতে যোগ দেয়নি ১২ দলীয় জোটও। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
এছাড়া, মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় এই বৈঠকের আমন্ত্রণ করার বিষয়ে অন্য রাজনৈতিক দলও ক্ষোভ প্রকাশ করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.