আজ
|| ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের চার্টার হবে: প্রধান উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৫
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন থেকে গণঅভ্যুত্থান তথা নতুন বাংলাদেশের একটা চার্টার তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচনসহ সবকিছুই হবে, তবে চার্টার থেকে সরা যাবে না।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুদক সংস্কার, পুলিশ সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।
ড. ইউনূস বলেন, এই চার্টার বাঙ্গালি জাতির মুক্তির সনদ হবে। যা ইতিহাসের অংশ হিসেবে থেকে যাবে। এটি কোনো দলীয় কমিটমেন্ট নয় জাতীয় কমিটমেন্ট। সব দল এই চার্টারের অংশ হবে বলে আশা করছি। এ সময় যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন এই চার্টারের ভিত্তিতে হবে জানিয়ে তিনি বলেন, আগামী সরকার যেন ঐকমত্যের ভিত্তিতে হয়। যাতে তারা চার্টারকে ধরে রাখতে পারে। যত কিছুই হোক, এটা যেন ছেড়ে না দেয়। তা না হলে এই স্বপ্নের কনটিনিউইটি থাকবে না।
ড. ইউনূস কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম। সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। এর বড় একটি অংশ এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এটার মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। যে সবার মন এতে সায় দিচ্ছে কি না বা অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কি না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.