আজ
|| ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
বন্দরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিলো বৃদ্ধা ভিক্ষুকের প্রাণ
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৫
বন্দরে বেপরোয়া নম্বর বিহীন মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকার অভিলাশ সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় নিহতের নাতনি নাজনীন বেগম বাদী হয়ে সোমবার (১৩ জানুয়ারি) আটককৃত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করেন।
নিহত বৃদ্ধার নাম ফিরোজা বেগম (৮০)। সে বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ মিয়ার স্ত্রী। অপরদিকে,মোটরসাইকেল চালকের নাম মাসুদ (২১)। সে আড়াইহাজার থানার পাঁচগাওস্থ চরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। আটককৃত চালককে সোমবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, র্দুঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত হাসপাতাল এসে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, নিহত ফিরোজা বেগম অভাবের তাড়নায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে আসছিল। এর ধারাবাহিকতা গত রবিবার বেলা পৌনে ১২টায় ভিক্ষা করার উদ্দেশ্যে কেওঢালা অভিলাশ সিনেমা হলের চট্রগ্রাম লেনে পৌঁছলে ওই সময় দ্রুতগামী নম্বর বিহীন মোটর সাইকেল স্বজোরে ধাক্কা দিলে গুরুত্বর জখম হয়। সে সময় স্থানীয় জনতা ভিক্ষুক ফিরোজা বেগমকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা আটককৃত চালককে পুলিশে সোর্পদ করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.