সীমান্তের অমিমাংসিত বিষয় বিজিবি-বিএসএফের বৈঠকে উঠবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৫
সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে সেসব নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
এ সময় উপদেষ্টা জানান, সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। আগামী মাসে বিজিবি, বিএসএফ’এর ডিজি পর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে অসম চুক্তিগুলো স্থান পাবে বলে জানান উপদেষ্টা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com