আজ বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে সেসব নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

এ সময় উপদেষ্টা জানান, সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। আগামী মাসে বিজিবি, বিএসএফ’এর ডিজি পর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে অসম চুক্তিগুলো স্থান পাবে বলে জানান উপদেষ্টা।

Exit mobile version