আজ
|| ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আলাদা ২ মামলা
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৫
ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি মোট ৮ জন। আর জয়ের বিরুদ্ধে করা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় প্লট নিজ নামে বরাদ্দ নিয়েছেন।
এছাড়া নিজের ছেলে-মেয়ে, বোন ও বোনের ছেলে-মেয়ের নামে পৃথক প্লট বরাদ্দ করিয়েয়েছেন। প্রতিটি ১০ কাঠা করে ছয়জনের নামে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই ধারায় জয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
এর আগে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এছাড়া, রেহানা ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে করা মামলায় তার আরেক মেয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.