আজ
|| ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
না.গঞ্জে ইউরোপিয়ান রাষ্ট্রদূত মাইকেল মিলার, এলডিসি নিয়ে সহযোগীতা চাইলেন বিকেএমইএ
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। সোমবার (১৩ জানুয়ারি) বিকেএমইএ’র নেতৃবৃন্দ’র সাথে তিনি কারখানা গুলো পরিদর্শন করে। পরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলার।
এ সময় বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের সাথে সভা করেন। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আশ্বস্তের পাশাপাশি শ্রমিক আইনের উপর জোর দেন। মাইকেল মিলার প্রথমে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড নামের একটি কারখানা পরিদর্শন করেন। পরে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আবার সদর উপজেলার ফতুল্লা অ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেন।
সভায় নানা বিষয় নিয়েও কথা বলেন এবং বিকেএমইএ পরিচালনা পর্ষদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, ২০২৬ সালে আমরা যে গ্র্যাজুয়েশনে যাবো সে ব্যাপারে তাকে অবহিত করেছি। যদি আমাদের সরকার তা স্থগিত করে সেক্ষেত্রে তার সহযোগীতা চেয়েছি। এ সময়ে তিনি পোশাকের সঠিক মূল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে শ্রমিক আইন ও পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.