আজ
|| ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান সম্ভব: রিজওয়ানা
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৫
ঘন ঘন গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে এ কথা তিনি বলেন।
উপদেষ্টা বলেন, ঢাকা শহরে ধুলার সমস্যা সহসাই সমাধান করা সম্ভব নয়। তবে কিছু দূর পর পর গাছ লাগালে ধুলার পরিমাণ অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, নির্মল বাতাস ও বিষমুক্ত খাবারের জন্য ছাদ বাগানের গুরুত্ব আছে। ছাদে টব লাগানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে।
এসময় আগ্রহীদের মাঝে চারা বিতরণ করেন উপদেষ্টা রিজওয়ানা। পরে প্রেসক্লাব চত্বরে গাছ রোপণ করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.