আজ
|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবরোধ
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৫
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এক যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা অভিমুখে ব্লকেড করে আন্দোলনকারীরা।
অবরোধের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
এ সময় পুলিশের সাথে দফায় দফায় বাকবিতন্ডা ও উত্তেজনা তৈরি হয়। এর প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেয় তারা।
আন্দোলনকারীরা জানায়, থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই কাম্য না। কাউকে ভোগান্তি দিতে নয়, ঊর্ধ্বতন মহলকে বার্তা দিতে সড়ক অবরোধ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে। দাবি মেনে নেয়ার আশ্বাসে তারা রাস্তা ছেড়ে গেছে। এ সময় ছিনিয়ে নেয়া আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার মারামারি মামলায় এজহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে রাত ১০টার দিকে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী থানায় প্রবেশ ও হট্টগোল করে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.