রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৫
রাজধানীর কদমতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার শ্যামপুর মডেল কলেজ রোডের একটি তারকাটা ফ্যাক্টরির পাশের খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। সাউন্ড গ্রেনেডের গায়ে ইংরেজিতে (AKSAV Flash bang diversionary device) লেখা আছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com