আজ
|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
জুলাই বিপ্লবের কৃতিত্বের দাবি নিয়ে লড়াই চলছে: নজরুল ইসলাম খান
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৫
বর্তমানে জুলাই বিপ্লবের কৃতিত্বের দাবি নিয়ে লড়াই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু হয় সেটাই এক দফায় রূপান্তরিত হয়েছিলো।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হান্নান আহমেদ খান বাবলু’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যে কারণে এক দফা হয়েছিলো সেই একই কারণে ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিলো।
পরবর্তীতে কোন না কোনোভাবে এই বিজয় ছিনতাই হয়ে গেছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেয়ার জন্য লড়াই শুরু হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.