আজ
|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
ভারতও বিশ্বাস করে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নাই: মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলন এবং শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নাই বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও এটি বিশ্বাস করে।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
সুলিভান বলেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমি বিনয়ের সাথে এই অভিযোগটি প্রত্যাখ্যান করছি। এ সময় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের নানা দিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
এর আগে, আগস্টে হোয়াইট হাউজের পক্ষ থেকেও হস্তক্ষেপের অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়। মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন সম্পৃক্ততা ছিল না। এই ধরনের অভিযোগ মিথ্যা।
গত ১১ আগস্ট ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা শেখ হাসিনার বক্তব্য যোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র তার পতনে ভূমিকা পালন করেছে। কারণ যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়।হাসিনা তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
যদিও সাবেক প্রধামন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছিলেন, তার মা কখনোই এই ধরনের কোনো কথা বলেননি।
গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যাক সুলিভানের ফোনালাপ হয়। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.