১২ ধরনের পদে ১৪৭ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। আবেদন করতে হবে অনলাইনে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে। একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদনের সুযোগ পাবেন।
যেমন হতে পারে নিয়োগ পরীক্ষা
যোগ্য প্রার্থী বাছাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে এমসিকিউ পদ্ধতিতে। পেট্রোলিয়াম করপোরেশনের নিয়োগ বিধিমালা ও জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও দরকারি তথ্য জানানো হবে মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে।
পরীক্ষার প্রস্তুতি
চলমান নিয়োগ বিজ্ঞপ্তির সবগুলো পদই ৩য় ও ৪র্থ শ্রেণির। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হতে পারে। প্রার্থীদের প্রস্তুতি নিতে হবে সংশ্লিষ্ট পদের জন্য চাওয়া শিক্ষাগত যোগ্যতার মান অনুসারে। স্নাতক ও এইচএসসি পাস চাওয়া পদের বেলায় ৯ম-১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই থেকে প্রস্তুতি নিতে হবে।
এসএসসি ও অষ্টম শ্রেণি পাসের পদের ক্ষেত্রে প্রস্তুতি নিতে হবে ৮ম ও ৯ম-১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই থেকে। সবগুলো পদের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও সংশ্লিষ্ট পেশাগত বিষয়ে জানাশোনা থাকতে হবে। পেট্রোলিয়াম করপোরেশন ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার পদভিত্তিক প্রশ্নপত্র দেখলে পরীক্ষার ধরন ও মান সম্পর্কে সার্বিক ধারণা পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
কিছু কিছু পদে নতুন প্রার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে অস্থায়ীভাবে কর্মরত প্রার্থীদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদ ২০টি। যোগ্যতা—স্নাতক বা সমমান। প্রতিষ্ঠানটিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান সনদ ও কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট/টাইপিস্ট পদ ৮টি। যোগ্যতা—স্নাতক বা সমমান।
অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান এবং কম্পিউটারে ভালো টাইপিং স্পিড। টেলিফোন অপারেটর কাম-রিসেপশনিস্ট পদ ১টি। যোগ্যতা—এইচএসসি বা সমমান এবং পিএবিএক্স বোর্ড পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা। কম্পাউন্ডার/ফার্মাসিস্ট পদ ১টি। যোগ্যতা—ফার্মেসিতে স্নাতক বা সমমান এবং কম্পাউন্ডার বা ফার্মেসি সংশ্লিষ্ট সনদ। পাম্প অপারেটর পদ ৫টি; এসএসসি বা সমমান পাস এবং ৫ বছরের অভিজ্ঞতা। অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমান পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা। ইলেকট্রিশিয়ান পদ ৩টি; এসএসসি বা সমমানের পাস এবং ৫ বছরের অভিজ্ঞতা। অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমান; ৩ বছরের অভিজ্ঞতা এবং এবিসি সনদ। ড্রাইভার পদ ৪টি; এসএসসি বা সমমান পাস এবং ৫ বছরের অভিজ্ঞতা। অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমান এবং ৩ বছরের অভিজ্ঞতা। অদক্ষ শ্রমিক/হেলপার পদ ২৩টি। যোগ্যতা—এসএসসি বা সমমান। অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। পিয়ন পদ ১২টি। যোগ্যতা—এসএসসি বা সমমান। অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। ক্লিনার পদ ৬টি। যোগ্যতা—অষ্টম শ্রেণি বা সমমান। সিকিউরিটি গার্ড পদ ৫৫টি। যোগ্যতা—এসএসসি বা সমমান; অবসরপ্রাপ্ত সিপাহিদের অগ্রাধিকার। এই পদে যথাযথ উচ্চতা ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। ফায়ার ফাইটার পদ ৯টি; এসএসসি বা সমমান; অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার।
আবেদন লিংক
(http://mpl.teletalk.com.bd) এবং দরকারি তথ্য এই (www.mpl.gov.bd) ওয়েবসাইটে।