আজ
|| ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
নাসিক ৭নং ওয়ার্ডে মামুন মাহমুদের অনুষ্ঠানে ছাত্রদল নেতা নয়ন-নাহিদের নেতৃত্বে শোডাউন
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে সিদ্ধিরগঞ্জের ৭নং নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল উপহার অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড ছাত্রদলের নয়ন ও নাহিদের নেতৃত্বে তিন শতাধিক কর্মী যোগদান করেছে। বিকাল ৩টায় কদমতলী দক্ষিনপাড়া নাভানা সিটিতে জমায়েত হয়ে মিছিল নিয়ে স্কুল প্রাঙ্গনে আসে তারা।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে কদমতলী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও কম্বল উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় নাহিদ বলেন, ছাত্রদলের রাজনীতি হওয়া উচিত ছাত্রবন্ধব যেখানে সবাই তাদের মন খুলে তাদের অধিকার আদায় করতে পারবে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল তারই জন্য কাজ করে যাচ্ছে এবং আজকের এই প্রোগ্রামে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারেক রহমান এবং মামুন মাহমুদের হাত কে শক্তিশালী করবে। অধ্যাপপক মামুন মাহমুদের বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপির শক্তিশালী একটি ঘাটি গড়ে উঠবে আগামি দিনে।
নয়ন বলেন, অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির একজন পরিচ্ছন্ন, ত্যাগীও কর্মী বান্ধব নেতা। নারায়গঞ্জ মহানগর ছাত্রদল এবং আমরা সকলে তার পাশে আছি এবং তার যে সকল কাজ জনগণের ভালো হবে তাতে আমাদের সমর্থন আছে। ভালো কাজের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ-৪ আসন আরো বেশি সুন্দর হয়ে উঠুক। বিএনপি বান্ধব হয়ে উঠুক। এটাই আগামীর প্রত্যাশা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.