আজ
|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রজব, ১৪৪৬ হিজরি
সোনারগাঁয়ে বায়ুদূষণ বন্ধে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সোনারগাঁও উপজেলায় ৩টি স্টিল মিলস থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে,নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ’ন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক। সোনারগাঁয়ে নানাখী বড়ইবাড়ী এলাকার মুনতাহা স্টিল মিলস লিমিটেড, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) ও কাঁচপুরে রহিম স্টিল মিলস লিমিটেড ৩টি স্টিল মিলস কে ৩ লাভ ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বকআদায় করা হয়।
এ মধ্যে মুনতাহা স্টিল মিলস লিমিটেড মিলসকে ২ লাখ টাকা, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) ১ লাখ টাকা এবং রহিম স্টিল মিলস লিমিটেড প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.