আজ
|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রজব, ১৪৪৬ হিজরি
জুলাই অভ্যুত্থানের গল্পে মুক্তি পেল ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে নির্মিত হচ্ছে আট পর্বের ডকুমেন্টারি ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’। ইতোমধ্যে প্রথম পর্ব প্রকাশিত হয়েছে এর। সম্প্রতি ‘দ্য ফ্রন্ট পেজ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে প্রথম পর্বটি।
২০২৪ সালে দেশের ছাত্র-সমাজ কিভাবে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই দৃশ্যই ফুটে উঠেছে ডকুমেন্টরিতে।
ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি তরুণ-নেতৃত্বাধীন বিপ্লবে রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টারিতে বিশেষ সাক্ষাৎকার, বিভিন্ন এক্সক্লুসিভ/ আন-রিলিজড ফুটেজ এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে জুলাই-আগস্ট মাসের জানা-অজানা বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে।
গত বছরের পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আট পর্বের ডকুমেন্টারি সিরিজে, যেখানে সহিংস দমন-পীড়ন এবং গোলাগুলির মধ্যেও তরুণদের সাহসিকতা ও সংগ্রাম দেখা গেছে। এতে কোটা আন্দোলন, তরুণদের দৃঢ়তা এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
আন্দোলনের সামনে ও পেছনের জানা-অজানা মুহূর্তগুলো এবং আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে এতে। ডকুমেন্টারিটিতে জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের ফিচার করা হয়েছে, যেখানে তারা আন্দোলনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিরিজটি বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আন্দোলনের প্রভাব এবং এর দীর্ঘমেয়াদি গুরুত্ব বিশ্লেষণ করেছে।
বেল্টওয়ে গ্রিড ও এর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর মাইকোর সহায়তায় তৈরি এই ডকুমেন্টারিতে আধুনিক বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট ও গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ তুলে ধরা হয়েছে।
‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’ ডকুমেন্টারিটি বাস্তব ঘটনার জন্য ইতোমধ্যে সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মাইকোর সহায়তায় ইন্টারন্যাশনালি রিলিজ হলে এটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা যাচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.