বিডিআর বিদ্রোহ: তিন দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে আটকে দিলো পুলিশ
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৫
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু বিচার, নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ তিন দফা দাবিতে পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাচ্ছিলেন।
বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন। শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন। সেখান থেকে তারা ফেরার পর পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে জানা গেছে।
এসব দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার (৮ জানুয়ারি) গণজমায়েতের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। বিপরীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
আজ বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম সিএমএম আদালতে শুনানি থাকার কথা জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com