আজ বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। তবে তারা হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, দুদকের নামে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। সাতজনকে আসামি করে পল্টন থানায় মামলাও করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

উল্লেখ্য, আওয়ামী লীগ আমলের ১৫ বছরে গুমের অভিযোগে আজ সোমবার শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version