প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রোববার (৫ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নেয়ার কারণে নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এতদিন মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেটিকে ঘোচাতে চাই।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গতানুগতিক পন্থায় চিন্তা করার সুযোগ নেই। অতীত বদলে বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করা হচ্ছে। আমাদের পুরানো মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মন মগজ সংস্কার না হলে কোনো প্রক্রিয়াই ভালো কিছু বয়ে আনবে না।
নির্বাচনে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য সেই সুযোগ এসেছে। এ সময় ভুলভ্রান্তি ছাড়া ভোটার তালিকা নিশ্চিত করা ইসির জন্য চ্যালেঞ্জ।
আরেক কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সরকারের আমলে নির্বাচনকে কলুষিত করা হয়েছে। সেটিকে পুনরুদ্ধার করতে কাজ করবে কমিশন। এতে কোনো ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না।