৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই: ড. কামাল হোসেন
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৫
৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না।
রোববার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ড. কামাল হোসেন বলেন, জনআকাঙ্খা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে পারে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সব ষড়যন্ত্রকে নসাৎ করতে ঐক্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। এ সময় সকলকে ধৈর্য্যের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com