আজ
|| ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই রজব, ১৪৪৬ হিজরি
প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৫
প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আউট অব চিলড্রেন এডুকেশন প্রজেক্ট এর আওতায় সারাদেশে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন দুদক কর্মকতারা।
রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে।
এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষনিক তথ্য দিতে পারেননি। পরে দুদকের কাছে তথ্য দিতে একদিন সময় চান কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তারা জানান, প্রকল্পে দক্ষ এনজিওকে কাজ না দিয়ে, নিজেদের মতো এনজিও বানিয়ে টাকা ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ আছে। সবকিছু খতিয়ে দেখা হবে। এর সাথে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কারোর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও জানায় দুদক।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.